শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সাংবাদিক হত্যায় রাম রহিমের যাবজ্জীবন

সাংবাদিক হত্যায় রাম রহিমের যাবজ্জীবন

ভারতে একজন সাংবাদিককে হত্যার দায়ে ধর্মীয় গুরু রাম রহিম সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০০২ সালে ওই সাংবাদিককে হত্যা করা হয়। ১১ জানুয়ারি এই মামলায় দোষী সাব্যস্ত হন রাম রহিম। এবার আদালত তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে। হরিয়ানার পঞ্চকুলার একটি বিশেষ আদালত এই রায় দিয়েছে। রাম রহিমের সঙ্গে আরও তিন ব্যক্তি এই মামলায় সাজা পেয়েছেন। তাদেরও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। দোষী সাব্যস্ত অপর তিনজন হলেন- কুলদীপ সিং, নির্মল সিং ও কৃষ্ণ লাল। ডেরা সাচ্চা সওদা নামের ধর্মীয় গোষ্ঠীর প্রধান ৫১ বছর বয়স্ক রাম রহিমের আস্তানায় নারীদের যৌন নির্যাতনের শিকার হওয়ার খবর প্রকাশ করে দিয়েছিলেন একটি হিন্দি পত্রিকার সম্পাদক রাম চন্দর ছত্রপতি। এর পরই তাকে হত্যা করা হয়। রাম রহিম সিং তার দুজন নারী অনুসারীকে ধর্ষণ করার দায়ে এর আগে থেকেই ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০০২ সালে ছত্রপতি তার ‘পুরা সাচ’ নামের পত্রিকায় একটি চিঠি প্রকাশ করেন।

সর্বশেষ খবর