শিরোনাম
রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফ্রান্সে জ্বালানি তেলে কর বৃদ্ধির কারণে আন্দোলনকারীরা

ফ্রান্সে জ্বালানি তেলে কর বৃদ্ধির কারণে আন্দোলনকারীরা

ফ্রান্সে জ্বালানি তেলে কর বৃদ্ধির প্রতিবাদে নভেম্বরের মাঝামাঝি থেকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের ‘হলুদ জ্যাকেট’ পরিধান করে আন্দোলন শুরু হয়। এরপর এ আন্দোলন ছড়িয়ে পড়ে জীবনযাত্রার মানের ব্যয় বৃদ্ধির প্রতিবাদেও। ক্রমান্বয়ে আন্দোলনটি সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীরা গাড়িতে অগ্নিসংযোগ করে, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। আন্দোলনকারীদের শান্ত করতে গত ডিসেম্বরে বেতন বাড়ানো ও জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধি বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তবে এরপরেও আন্দোলনকারীরা পিছু হটছে না। গতকালও তারা বিক্ষোভ মিছিল বের করে          -এএফপি

সর্বশেষ খবর