সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

প্রিন্স ফিলিপকে সতর্ক!

ব্রিটিশ রানী এলিজাবেথের ৯৭ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপের সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানোর একটি ছবি দেখে তাকে সতর্ক করেছে যুক্তরাজ্যের পুলিশ। ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের চলন্ত গাড়িটি দুর্ঘটনায় পড়ার দুদিন পর তার নামে এ সতর্কবার্তা এলো, জানিয়েছে বিবিসি। শনিবার যুক্তরাজ্যের দৈনিকগুলো নরফোকের রাজকীয় সানড্রিংহাম বাসভবনের কাছে সড়কে ফিলিপের ল্যান্ড রোভার চালানোর একটি ছবি ছাপে, যেখানে রানীর স্বামীর শরীরে গাড়ির সিট বেল্ট বাঁধা ছিল না বলে দেখা গেছে।

 ফিলিপের যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছিল, সেটিও ল্যান্ড রোভার ছিল। তবে শনিবারের ছবিতে অন্য আরেকটি ল্যান্ড রোভার দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। পরে প্রিন্স ফিলিপের ওই ছবি নিয়ে প্রতিক্রিয়া জানায় ব্রিটিশ পুলিশ। পুলিশের এক মুখপাত্র বলেছেন ‘আমরা ছবিটি সম্বন্ধে অবগত। এ বিষয়ে চালককে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের ছবি সম্পর্কে জানতে পারলে যে ধরনের সতর্কতামূলক প্রতিক্রিয়া দেখাই আমরা, এক্ষেত্রেও তাই করা হয়েছে।’ বৃহস্পতিবার সানড্রিংহামের কাছাকাছি সড়কে অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে প্রিন্স ফিলিপের গাড়িটি উল্টে গিয়েছিল। রানীর স্বামী অক্ষত উদ্ধার হলেও সে সময় তাকে কাঁপতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর