বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মমতা সরকার উপড়ে ফেলার ডাক অমিত শাহর

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে হত্যা করেছে। তাই এ রাজ্য থেকে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সরকারকে উপড়ে ফেলতে হবে। গতকাল পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবপুরে একটি জনসভা থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এ ডাক দিলেন। অমিত শাহ বলেন ‘এখান থেকেই চলতি বছরের লোকসভার নির্বাচনে বিজেপির প্রচারণা শুরু করলাম। এই নির্বাচন সারা দেশের পক্ষে বটেই, এমনকি রাজ্যের পক্ষেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনেই গণতন্ত্রের হত্যাকারী, দুর্নীতি যুক্ত, জন-বিরোধী, অনুপ্রদেশে মদদকারী এবং দুর্গাপুজো করতে না দেওয়া তৃণমূল সরকারকে উৎখাত করার সংকল্প নিতে হবে। তৃণমূল এ রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করেছে তাই এই নির্বাচনই হবে বাংলাকে সন্ত্রাসমুক্ত করার নির্বাচন।’ সম্প্রতি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিজেপি সভাপতি। দুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই মালদহে তার প্রথম জনসভা। সভা থেকে দারিদ্র্যতা, সিন্ডিকেট, মাফিয়া, গরু পাচার, বিজেপি কর্মীদের খুনসহ একাধিক ইস্যুতে মমতা ব্যানার্জির সরকারের সমালোচনা করেন তিনি। শাহ বলেন ‘এ রাজ্যের মানুষ বিগত বামফ্রন্ট সরকারকে সরিয়ে রাজ্যে পরিবর্তন ঘটায় এবং তৃণমূলকে ক্ষমতায় আনে। কিন্তু তৃণমূল প্রশাসক এমনভাবে চালাচ্ছে যে মানুষ বলতে বাধ্য হচ্ছে এর চেয়ে বামেরাই ভালো ছিল।’ আগে এ রাজ্যে রবীন্দ্র সংগীত শোনা যেত, এখন চারদিকে  বোমার শব্দ শোনা যায়। বিজেপি ক্ষমতায় এলেই সব অবৈধ অস্ত্র ও বোম কারখানা বন্ধ করে দেবে। সম্প্রতি কলকাতার ব্রিগেডে অ-বিজেপি দলগুলোর সমাবেশকেও কটাক্ষ করেন বিজেপি সভাপতি। তিনি বলেন ‘এত বড় একটা সমাবেশ থেকে কেউ ভারতমাতার নাম নেয়নি। একজনও বন্দে-মাতরম বলেননি। সবাই মোদি-মোদি-মোদি বলে আওয়াজ তুলেছেন-এটাই কি দেশভক্তির নমুনা।’

 

তিনি আরও বলেন ‘বাংলাদেশ থেকে যেসব শরণার্থী এসেছে তারা মমতা ব্যানার্জির কাছে জানতে চান তিনি এই বিল সমর্থন করেন কি না। আমার বিশ্বাস মমতা তাতে সমর্থন করবেন না। কারণ তাতে ওনার ভোট ব্যাংকে ধস নামবে।’ আসন্ন লোকসভা নির্বাচনে এই বিষয়টি যে নির্বাচনী প্রচারণার ইস্যু হতে চলেছে সে কথাও এদিন পরিষ্কার জানিয়ে দেন তিনি।

সর্বশেষ খবর