বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অচলাবস্থা নিরসনে আজ মার্কিন সিনেটে ভোট

জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে সতর্কতা

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থা নিরসনে সিনেটে দুইটি বিল নিয়ে ভোটাভুটি করতে সম্মত হয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। মঙ্গলবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেলের সঙ্গে শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমারের এ সমঝোতা হয়। তারা জানিয়েছে, আজ দুই দল থেকে আলাদা করে দুইটি বিল উত্থাপিত ও ভোটাভুটি হবে। ১০০ সদস্যবিশিষ্ট সিনেটে বিল পাস করাতে হলে প্রত্যেকটিকে ৬০টি করে ভোট পেতে হবে। মার্কিন প্রশাসনের একাংশে অচলাবস্থার কারণে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে সতর্ক করে দিয়েছে এফবিআই এজেন্টদের সংগঠন। সংসদে তৎপরতা সত্ত্বেও প্রেসিডেন্ট ট্রাম্প নিজের অবস্থানে অটল রয়েছেন। বিরোধীরা মেক্সিকো সীমান্তে প্রাচীর গড়তে ৫৭০ কোটি ডলার মঞ্জুর করতে রাজি নয়। এক মাসেরও বেশি সময় ধরে প্রায় ৮ লাখ ফেডারেল কর্মীর বেতন বন্ধ রয়েছে, অনেক পরিষেবা ও অবকাঠামো কার্যত অচল হয়ে পড়েছে। এমনকি জাতীয় নিরাপত্তাও নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থার এজেন্টদের সংগঠন জানিয়েছে, বর্তমানে অর্থ তছরুপ, মাদক পাচার ও সন্ত্রাসবাদ সংক্রান্ত অনেক তদন্তের কাজ ব্যাহত হচ্ছে। ফলে দেশের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এএফপি’র প্রতিবেদন থেকে জানা গেছে, রিপাবলিকানদের উত্থাপিত বিলে সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকারের সব শাখায় অর্থ বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হবে। সীমান্ত দেয়াল নির্মাণ ও অভিবাসন নীতি সংক্রান্ত ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে অর্থ বরাদ্দের কথাও বলা হবে ওই প্রস্তাবে। আর ডেমোক্র্যাটদের বিলে সরকারকে ৮ ফেব্র“য়ারি পর্যন্ত অস্থায়ী বরাদ্দের প্রস্তাব দেওয়া হবে। সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নিয়ে পার্লামেন্টে বিতর্কের সুযোগ তৈরি করতে এ অস্থায়ী বরাদ্দ দেওয়া হবে। তবে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিল দুটি নিয়ে ভোটাভুটির ব্যাপারে দুদলের সমঝোতা হলেও এর একটিরও পাস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

 

সর্বশেষ খবর