বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তান বলেই ...!

পাকিস্তানে প্রাইভেট কারে করে একটি অনুষ্ঠানে যাচ্ছিল পরিবারের সদস্যরা। মাঝ পথে সেই গাড়িকে গুলি করে ঝাঁজড়া করে দেয় পুলিশ। সেই গুলিতে গাড়ির ভিতরে মারা যায় চারজন। গুলি থেকে বেঁচে যায় গাড়ির আরোহী ৯ বছরের শিশু উমায়ের খলিল। আর ওই ঘটনার পরপর পাকিস্তানের পুলিশ জানিয়েছিল, অভিযানে চার ‘জঙ্গি’ নিহত হয়েছে। তবে কয়েক ঘণ্টার মধ্যে জানা গেল ঘটনা ছিল ভিন্ন। বেঁচে যাওয়া উমায়ের জানান, তার সামনেই বাবা, মা, বোনসহ চারজনকে গুলি করে হত্যা করে পুলিশ। তার বোনের বয়স ১২ বছর। ছেলেটির বক্তব্যের ভিডিও এখন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশের এই আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ডন

গত শনিবার পাকিস্তানের লাহোরের দক্ষিণ-পশ্চিমে সাহিওয়াল শহরে ঘটনাটি ঘটে। শিশুটির পরিবার ও প্রশাসনের অনেকে বলছেন পুলিশ মিথ্যা অভিযোগ তুলে নির্মমভাবে তাদের হত্যা করে। উমায়ের খলিল সাংবাদিকদের জানিয়েছে, এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তার পরিবার একটি গাড়িতে করে লাহোর থেকে যাচ্ছিল। গাড়ি চালাচ্ছিলেন তার বাবার বন্ধু। টোল বুথের সামনে তাদের গাড়িটি পুলিশ থামায়। ভিডিওতে দেখা যায়, উমায়ের বলছে, ‘আমার বাবা তাদের বলছিলেন, আমাদের অর্থ নিয়ে যাও, কিন্তু গুলি করো না। কিন্তু তারা গুলি করা শুরু করে।’ অবশ্য এ ঘটনায় শনিবার রাতে কয়েকজন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয় এবং ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়। কাউন্টার টেররিজম বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ডন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর