মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ইরানকে নিয়ে ইউরোপিয়ানদের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র তাকে পাশ কাটিয়ে ওই দেশটির সঙ্গে বিকল্প পথে অর্থ লেনদেনের পন্থা খুঁজছে ইউরোপ। যাতে যুক্তরাষ্ট্রের দেওয়া অবরোধকে হেয় করা হয়। এমন উদ্যোগের বিষয়ে ইউরোপকে সতর্ক করেছেন ট্রাম্প। বলেছেন ইউরোপের দিকে ঘনিষ্ঠ নজর রাখছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইউরোপিয়ানদের প্রতি নোটিস দিচ্ছে হোয়াইট হাউস। এতে বলা হচ্ছে, যদি তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধের ইতি ঘটানোর চেষ্টা করেন, তাহলে তাদের ওপর কড়া জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়ন ইরানের সঙ্গে ব্যবসাকে সহজ ও স্বাভাবিক করতে ওই পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। যদি তারা এক্ষেত্রে সফল হয় বা পরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে আন্তঃআটলান্টিক সম্পর্কে উত্তেজনা দেখা দিতে পারে। পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মঘেরিনি। তিনি বলেছেন, তাদের এমন একটি বিকল্প সিস্টেমের প্রস্তুতি অগ্রসর অবস্থায় রয়েছে। ব্রাসেলসে গত সপ্তাহে সাংবাদিকদের এ বিষয়ে মাহা কোচিজানসিক বলেছেন, আমরা খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা দিতে পারব বলে আশা করছি। এপি

 ইইউয়ের সম্ভাব্য ঘোষণা দেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সিনিয়র এক প্রশাসনিক কর্মকর্তা শুক্রবার এপিকে বলেছেন, ইরানের বিরুদ্ধে অবরোধ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্র। এ অবরোধ অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সিনেটর টম কটন বলছেন, একটি পথ বেছে নিতে হবে। আপনাকে ঠিক করতে হবে আপনি ইরানের সঙ্গে নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখবেন, ব্যবসা করবেন। আমি আশা করি আমাদের ইউরোপিয়ান মিত্ররা প্রজ্ঞার সঙ্গে তা বাছাই করবেন।

 

সর্বশেষ খবর