শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

উ. কোরিয়া সব পারমাণবিক উপাদান ধ্বংস করবে

উ. কোরিয়া সব পারমাণবিক উপাদান ধ্বংস করবে

নিজেদের পুরো পারমাণবিক উপাদান সমৃদ্ধকরণ কর্মসূচি ধ্বংস করার অঙ্গীকার করেছে উত্তর কোরিয়া। এ দাবি করেছেন উত্তর কোরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন বাইগান। তিনি জানান, গত অক্টোবরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়া সফর করেন। ওই সময় উত্তর কোরিয়া এই অঙ্গীকার করেছে। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ভাষণে মার্কিন এ দূত বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিয়ংইয়ংয়ের সঙ্গে যুদ্ধের সমাপ্তি দেখতে চান। ‘আমরা উত্তর কোরিয়া দখল করতে যাচ্ছি না। আমরা তাদের শাসনকাঠামোরও পরিবর্তন করতে চাচ্ছি না,’ বলেন পাঁচ মাস আগে এ বিশেষ দূতের দায়িত্ব পাওয়া বাইগেন। এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি খুব শিগগির উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সময় ও তারিখ ঘোষণা করবেন।

গত বছরের জুনে সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে ট্রাম্প ও কিমের মধ্যে প্রথম বৈঠক হয়।  ওই বৈঠকে দুই নেতা একটি যৌথ  চুক্তিপত্রে সই করেন। সেখানে উত্তর কোরিয়া তার পরমাণু প্রকল্প থেকে বেরিয়ে আসা ও পরমাণু নিষ্ক্রিয়করণের অঙ্গীকার করেন। কিন্তু পরে সে বিষয়ে খুব সামান্যই অগ্রগতি হয়। বাইগেন যেদিন উত্তর কোরিয়ার পরমাণু প্রকল্প ধ্বসের কথা বললেন, তার ঠিক দুদিন আগে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মার্কিন গোয়েন্দাপ্রধানরা দাবি করেছেন, কিম কখনোই তার পারমাণবিক অস্ত্র পুরোপুরি ত্যাগ করবেন না। গোয়েন্দা প্রধানদের ওই মূল্যায়নের কড়া সমালোচনা এসেছে ট্রাম্পের কাছ থেকেও; যিনি ওয়াশিংটন-পিয়ংইয়ং সম্পর্কের ‘অসাধারণ উন্নতি’ হয়েছে বলে দাবি করেছেন। বিবিসি

সর্বশেষ খবর