শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

গুইদোকে ইইউর স্বীকৃতি

গুইদোকে ইইউর স্বীকৃতি

ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে কার্যত রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার এ স্বীকৃতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ল। গুইদোকে স্বীকৃতি দিতে ইউরোপীয় পার্লামেন্ট ব্রাসেলসে এক বিশেষ অধিবেশনে ভোটাভুটি করেছে। পক্ষে পড়েছে ৪২৯ ভোট। বিপক্ষে পড়েছে  ১০৪ ভোট। ৮৮ জন ভোটদানে বিরত ছিল। ভেনেজুয়েলায় নতুন করে একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত গুইদোকেই দেশটির ‘একমাত্র বৈধ অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট’ হিসেবে স্বীকৃতি দিতে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য দেশকে এক বিবৃতিতে আহ্বানও জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, এবং স্পেন গত শনিবারই আলটিমেটাম দিয়ে বলেছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ৮ দিনের মধ্যে নির্বাচন না দিলে তারা গুইদোকেই স্বীকৃতি দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর