শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারত নাগরিকত্ব বিল পাস করবে না

নয়াদিল্লি প্রতিনিধি

মিত্র দলগুলোর প্রচন্ড  চাপের মুখোমুখি হয়ে গতকাল ভারতের কেন্দ্রীয় সরকার ২০১৬ সালের নাগরিকত্ব আইন সংশোধন বিল পাস করানোর কাজে ক্ষান্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীরা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করে বিলটির সম্পর্কে তাদের উদ্বেগ জানাতে দিল্লি আসেন।  কিন্তু তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের কর্মসূচি বাতিল করে দেন। সংসদের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশনে বিলটি অনুমোদিত হয়েছিল। বিলে বলা আছে-‘যেসব অমুসলিম ব্যক্তি প্রতিবেশী দেশগুলো থেকে এসে আশ্রয় চাইবে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে।’ সংসদের  উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হলেই বিলটি আইনে পরিণত হবে। কিন্তু গতকাল রাজ্যসভার স্পিকার ভেংকিয়া নাইডু রাজ্যসভায় বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করে যে ছয়টি বিষয়ের আলোচ্যসূচি তৈরি করেন তাতে ‘নাগরিকত্ব বিল’ দেখা যায়নি। এর মানে : রাজ্যসভায় চলতি অধিবেশনে নাগরিকত্ব বিল উঠছে না। অথচ সাধারণ নির্বাচনের আগে এটাই রাজ্যসভার শেষ অধিবেশন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ামাত্রই লোকসভায় পাস হওয়া নাগরিকত্ব আইন সংশোধনী বিলের স্বাভাবিক মৃত্যু ঘটবে।

সর্বশেষ খবর