শিরোনাম
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ফিলিস্তিনিদের সব ধরনের সহযোগিতা বন্ধ করল যুক্তরাষ্ট্র

ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সব ধরনের সহযোগিতা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসবিরোধী নতুন একটি আইনের আওতায় এই পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। বিবিসি এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি নিরাপত্তা সেবার জন্য যুক্তরাষ্ট্রের বার্ষিক ৬০ মিলিয়ন ডলার বাতিল করা হলো। এর আগে ফিলিস্তিনিদের আরও কয়েকটি তহবিল বাতিলের ঘটনাকে সমর্থন জানিয়েছে ইসরায়েল। সহযোগিতা বন্ধের ঘটনায় ফিলিস্তিনি কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, ইসরায়েলি সেনাবাহিনীর সহযোগিতার কারণে পশ্চিম তীর অনেক শান্ত থাকলেও এখন থেকে পরিস্থিতি বদলে যেতে পারে। গত বছর কংগ্রেসে পাস হওয়া অ্যান্টি-টেরোরিজম ক্লারিফিকেশন অ্যাক্ট বা এটিসিএ বিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেছেন। সম্প্রতি তা কার্যকর শুরু হয়েছে। এই আইনের ফলে মার্কিন নাগরিকরা তাদের সহযোগিতা পাওয়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অভিযোগে মামলা দায়ের করতে পারে।  বিবিসি

সর্বশেষ খবর