রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সোনা না কিনতে তুরস্ককে চাপ

ভেনেজুয়েলা থেকে সোনা ক্রয় না করার জন্য তুরস্ক সরকারের ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চাপ দিচ্ছে। গতকাল বিবিসি নিউজ অনলাইন তাদের এক খবরে এ তথ্য জানিয়েছে। ভেনেজুয়েলার সঙ্গে যেসব দেশের বাণিজ্য সম্পর্ক রয়েছে তার মধ্যে তুরস্ক অন্যতম। বিশেষ করে  ভেনেজুয়েলা থেকে প্রচুর সোনা পাঠানো হয় তুরস্কে। ইরানের ওপর অবরোধ রয়েছে যুক্তরাষ্ট্রের। সন্দেহ করা হচ্ছে, ভেনেজুয়েলা তুরস্কে যে সোনা রফতানি করে তার শেষ গন্তব্য হলো ইরান, যা যুক্তরাষ্ট্রের অবরোধের স্পষ্ট লঙ্ঘন।

সর্বশেষ খবর