শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আইএসের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র

বিশ্বব্যাপী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তাদের মিত্র দেশগুলোকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। খবর এএফপির।

ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে লড়াইয়ের কথা উল্লেখ করে ওয়াশিংটনে বিশ্বের ৭৯টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সম্মেলনে পম্পেও বলেন, ‘যারা আমাদের মিত্রদের ধ্বংস করতে চায় আমেরিকা তাদের পরাস্ত করতে লড়াইয়ে নেতৃত্ব দিয়ে যাবে। তাদের ছাড় দেওয়া হবে না।’

সর্বশেষ খবর