মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

থাই রাজকন্যাকে অযোগ্য ঘোষণা

থাই রাজকন্যাকে অযোগ্য ঘোষণা

থাইল্যান্ডের নির্বাচনে দেশটির রাজকন্যা উবোলরাতানাকে (৬৭) অযোগ্য ঘোষণা করেছে থাইল্যান্ডের

 নির্বাচন কমিশন। এর আগে দেশটির রাজা মাহা ভাজিরালংকর্ন তার বড়বোন রাজকন্যাকে অযোগ্য ঘোষণা করেন। উবোলরাতানা আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় নির্বাচনে আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তিনি থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রতি অনুগত থাই রাকসা চার্ট পার্টি থেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ঘোষণা করেছিলেন। কিন্তু তার এমন ঘোষণার পরই রাজা নিন্দা জানান।

কারণ, থাইল্যান্ডের রাজতন্ত্রে রাজপরিবারের কোনো সদস্যের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া অসাংবিধানিক। রাজা শুক্রবার তাই বলেন, রাজপরিবারের সদস্যদেরকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে এবং তারা কোনো সরকারি পদ ধারণ করতে পারবেন না। এক্ষেত্রে তিনি বড়বোনের নির্বাচনের খায়েশকে নিষিদ্ধ করেন। তারই কথার প্রতিধ্বনি তুলেছে দেশটির নির্বাচন কমিশন।

 

 

সর্বশেষ খবর