বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মাদুরোবিরোধী সমাবেশের ডাক

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে ভেনেজুয়েলাজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিরোধীরা। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দাবি করা হুয়ান গুইদো গতকাল দেশজুড়ে সরকারবিরোধী সমাবেশে জড়ো হতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। অপরদিকে দুই দশক ধরে ক্ষমতায় থাকা বামপন্থীরাও মঙ্গলবার ‘পিতৃভূমির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা’ দেখাতে রাস্তায় থাকার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উভয় পক্ষের এই মুখোমুখি অবস্থানে দেশটিতে চলমান উত্তেজনাকর পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের।

গত বছর অনুষ্ঠিত আগাম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন প্রেসিডেন্ট মাদুরো। কিন্তু ওই নির্বাচনকে ‘কলঙ্কিত, অবৈধ’ অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে দেশটির বিরোধীদলগুলো। জানুয়ারিতে মাদুরো দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এরই একপর্যায়ে সরকারবিরোধী এক সমাবেশে বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে ‘অন্তর্র্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ গুইদোকে স্বীকৃতি দিলেও বিশ্বের দুই প্রভাবশালী দেশ রাশিয়া ও চীন মাদুরোকে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর