বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চীন-ভারতের নেতৃত্বে পৃথিবী ‘আরও সবুজ’

বিশ্বের দুই বৃহত্তম পরিবেশদূষণকারী দেশ চীন ও ভারতের কল্যাণেই পৃথিবী এখন তুলনামূলকভাবে বেশি সবুজ ও পত্রবহুল হয়ে উঠছে বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক প্রতিবেদনে জানানো হয়েছে। চীনের বিপুল পরিমাণ বৃক্ষ রোপণ কর্মসূচির পাশাপাশি উভয় দেশের নিবিড় চাষাবাদ কার্যক্রম পৃথিবীকে ‘আরও সবুজ’ করেছে। এশিয়ার এ দেশ দুটির নেতৃত্বে প্রতি বছর বিশ্বের ২০ লাখ বর্গমাইলেরও বেশি এলাকা সবুজ হচ্ছে; ২০০০-এর শুরুর দিকের তুলনায় এ বৃদ্ধির হার ৫ শতাংশ, জানিয়েছে বিবিসি।

সর্বশেষ খবর