মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন মমতার

দীপক দেবনাথ, কলকাতা

লোকসভা নির্বাচনের ঠিক আগে কাশ্মীরের পুলওয়ামায় ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আরও প্রশ্ন পাঁচ বছর কেটে গেলেও পাকিস্তানের বিরুদ্ধে কেন আগে পদক্ষেপ নেওয়া হয়নি। জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে গোয়েন্দা রিপোর্ট থাকা সত্ত্বেও তা প্রত্যাখ্যান করে কেন ওই জায়গা দিয়ে সিআরপিএফ কনভয়কে যেতে  দেওয়া হলো সেই প্রশ্নও তুলেছেন মমতা। গতকাল নবান্ন-এ সংবাদ সম্মেলন থেকে একাধিক প্রশ্ন তোলেন  মমতা। তিনি বলেন, ‘আমার সন্দেহ আছে এবং অবাক হচ্ছি যে নির্বাচনের ঠিক আগেই পুলওয়ামা হামলার ঘটনা ঘটল।  এই ঘটনা রুখতে কেন আগে থেকেই পদক্ষেপ নেওয়া হলো না?’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহর সমালোচনা করেন মমতা।

সর্বশেষ খবর