শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

ভারতীয় সংবাদ মাধ্যমের খবর

পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিতে শুরু করেছে এবং অভিন্ন সীমান্ত অঞ্চলে এ জাতীয় তৎপরতা চলছে। ভারতীয় কোনো কোনো সংবাদ মাধ্যম গতকাল এ খবর দিয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর প্রশাসন এবং বেলুচিস্তানে মোতায়েন পাকিস্তান সামরিক বাহিনীর কাছে পাঠানো দুটি নির্দেশনামার বরাত দিয়ে এ খবর দেওয়া হয়েছে। এতে ভারতের প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশটি যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে বলে ধারণা করা হয়েছে। কোয়েটা ক্যান্টনমেন্টের হেডকোয়াটার্স কোয়েটা লজিস্টিক এরিয়া বা এইচকিউএলএ থেকে সেখানকার জিলানি হাসপাতালে একটি নির্দেশনামা পাঠানো হয়েছে। চলতি মাসের ২০ তারিখ পাঠানো নির্দেশনামায় ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় কীভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হবে সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। সিন্ধু এবং পাঞ্জাব অঞ্চল থেকে কোয়েটায় আহত সেনা এবং বেসামরিক মানুষদের বেলুচিস্তানে পাঠানো হতে পারে বলে এতে উল্লেখ করা হয়। এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর অন্তত ছয়টি এলাকার প্রশাসনকে সম্ভাব্য ভারতীয় হামলার ব্যাপারে হুঁশিয়ার থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধ চাই না তবে আমরা প্রস্তুতÑ পাকিস্তান সেনাবাহিনী : পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, ভারত যদি কোনো হামলা করে তাহলে আমরা সেনাবাহিনী প্রস্তুত আছে। কিন্তু পাকিস্তান যুদ্ধ চায় না। গতকাল রাওয়ালপিন্ডিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভারত এখনো দুই দেশ ভাগ হয়ে যাওয়ার বাস্তবতাকে মেনে নেয়নি। আইএসপিআরের মহাপরিচালক বলেন, ‘সীমান্ত রেখা বরাবর কয়েক ধাপে সেনা মোতায়েন করে রেখেছে ভারত। আর হামলা হয়েছে সীমান্ত থেকে কয়েক মাইল ভিতরে।

সর্বশেষ খবর