মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
ট্রাম্প-কিম বৈঠক কাল

অবসান হতে পারে কোরীয় যুদ্ধের

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া ১৯৫০-১৯৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধের অবসান ঘোষণা করতে সম্মত হতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দফতর। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠক থেকেই ঘোষণাটি আসতে পারে বলে জানিয়েছেন তারা। হ্যানয়ে আগামীকাল ও পরশু ওই দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। রয়টার্স

গত বছরের জুনে সিঙ্গাপুরে ঐতিহাসিক এক বৈঠকে ট্রাম্প-কিম প্রথমবারের মতো মিলিত হয়েছিলেন। সেটি ছিল ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরীয় কোনো নেতার প্রথম বৈঠক। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রতিশ্র“তি দিয়েছিলেন তারা।

অপরদিকে ১৯৫০-১৯৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধ যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হলেও কোনো চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক যুদ্ধ অবসানের ঘোষণা দেওয়া হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধরত পক্ষগুলো এখনো যুদ্ধের মধ্যেই আছে এবং তাদের মধ্যে শুধু যুদ্ধবিরতি চলছে। রয়টার্স

 

সর্বশেষ খবর