শুক্রবার, ১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নিউইয়র্কে রেল-বাসের ভাড়া বাড়ল

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

নিউইয়র্কে রেল-বাসের ভাড়া বাড়ল

নিউইয়র্ক সিটির বাস ও পাতাল ট্রেনের ভাড়া বাড়ছে। ২৭ ফেব্রুয়ারি এমটিএ (মেট্রোপলিটন ট্রানজিট অথরিটি) এ সিদ্ধান্ত নিয়েছে। তবে একবারের জন্যে ভাড়া ২.৭৫ ডলারই বহাল থাকবে। থাকবে না এক স্টেশনে নামার ১৫ মিনিটের মধ্যে একইপথে যাবার ক্ষেত্রে ফ্রি ট্রান্সফারের ব্যবস্থা। বাড়বে শুধু সাপ্তাহিক মেট্রো কার্ডে বাড়বে ৩% এবং ৩০ দিনের আনলিমিটেড কার্ডে বাড়বে ৫%। এ তথ্য জানিয়েছেন এমটিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারনান্ডো ফেরার। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী,   সাপ্তাহিক মেট্রো কার্ডের দাম ৩২ ডলার থেকে ৩৩ ডলার হবে। মাসিক কার্ডের দাম ১২১ ডলার থেকে ১২৭ ডলার হবে। বিদ্যমান কার্ডে ৫.৫০ ডলার যোগ করলে ৫% বোনাস পাবেন ওই যাত্রী।

একই সঙ্গে নিউইয়র্ক সিটির মধ্যে এমটিএ নিয়ন্ত্রিত টানেল এবং ব্রিজে গাড়ি চলাচলের টোলও বাড়ানো হয়েছে। পাতাল ট্রেন ও বাসের বর্ধিত ভাড়া কার্যকর হবে ২১ এপ্রিল থেকে। তবে মার্চেই কার্যকর হবে ব্রিজ ও টানেলের টোল।

সর্বশেষ খবর