সোমবার, ৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ফের মুয়েলারের কড়া সমালোচনায় ট্রাম্প

ট্রাম্পের রাশিয়া আঁতাত নিয়ে বিচার বিভাগের নির্দেশে করা  বিশেষ কাউন্সেল রবার্ট মুয়েলারের কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত পরশু মেরিল্যান্ডে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে তিনি সবচেয়ে দীর্ঘ বক্তব্য রেখেছেন। এ সময় ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা টিম ও রাশিয়ার মধ্যে সমঝোতার তদন্তকারী রবার্ট মুয়েলারের বিরুদ্ধে কড়া সমালোচনার তীর ছুড়ে মারেন। তিনি বলেন, আমরা এমন লোকজনের কাছ থেকে রিপোর্টের জন্য অপেক্ষা করছি, যারা নির্বাচিত নয়। উল্লেখ্য, ট্রাম্প টিম ও রাশিয়ার মধ্যে সমঝোতার তদন্ত রিপোর্ট অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে রবার্ট মুয়েলারের। তার দিকে ইঙ্গিত করে ট্রাম্প যখন ওই বক্তব্য রাখেন তখন নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করেন। ট্রাম্প আরও বলেন, দুর্ভাগ্যজনক হলো, বেশ কিছু স্থানে ভুল লোককে বসানো হয়েছে। তাদের এখানে থাকা উচিত ছিল না। আকস্মিকভাবে তারা আপনাদের আবোলতাবোল কথা বলার চেষ্টা করছে। উল্লেখ্য, স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের তদন্তকে অনেকবার প্রেসিডেন্ট ট্রাম্প ‘উইচ হান্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। দুই ঘণ্টার বেশি সময় বক্তব্য রাখেন ট্রাম্প। এ সময় তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস, এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি, ডেমোক্রেটিক পার্টি, তার উত্তর কোরিয়া নীতির সমালোচকদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। ওদিকে প্রেসিডেন্টে এত ঘন ঘন আক্রমণের মুখে মার্চেই পদত্যাগ করার পরিকল্পনা করছেন রোসেনস্টেইন। ট্রাম্প অভিযোগ করেছেন, এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমির সঙ্গে রবার্ট মুয়েলারের বন্ধুত্ব রয়েছে। তারা বেস্ট ফ্রেন্ড। তিনি সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের উচ্চারণ নিয়ে ঠাট্টা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর