বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ঘৃণাবাদী মন্তব্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে মিয়ানমার

-------- জাতিসংঘ তদন্তকারী

মিয়ানমারে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবইতে মিশ্র রক্তের অধিকারীদের ঘৃণা করতে শেখানো হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক মানবাধিকার তদন্তকারী। মঙ্গলবার প্রকাশিত এক রিপোর্টে দেশটিতে ঘৃণাবাদী মন্তব্যের বিস্তার নিয়ে সতর্ক করেছেন মিয়ানমারের মানবাধিকার তদন্তে জাতিসংঘের নিযুক্ত বিশেষদূত ইয়ানঘি লি। প্রতিবেদনে তিনি অভিযোগ তুলেছেন ঘৃণাবাদী মন্তব্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে মিয়ানমার। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নতুন এই প্রতিবেদন নিয়ে মিয়ানমার সরকার এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে মিয়ানমার। উদাহরণ হিসেবে   লি চতুর্থ শ্রেণির পাঠ্যবইতে ‘উনথানু স্পিরিট’ বা ‘জাতীয়তাবাদী বা দেশপ্রেমিক মূল্যবোধ’ শিরোনামের একটি অধ্যায়ের কথা উল্লেখ করেন। ওই অধ্যায়ে লেখা রয়েছে, ‘যারা মিশ্র রক্তের অধিকারী তাদের আমরা ঘৃণা করি, জাতীয় অগ্রগতিতে তারা নিষিদ্ধ’। লি বলেন, এ ধরনের পাঠ্য পড়ানো হলে শিশুরা জাতিগত শ্রেষ্ঠত্ব শিখতে পারে আর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।

সর্বশেষ খবর