বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মোদির ‘ঘর’ থেকেই প্রিয়াঙ্কার প্রচার শুরু

মোদির ‘ঘর’ থেকেই প্রিয়াঙ্কার প্রচার শুরু

দলে অভিষেক হয়েছে অনেক দিন আগেই। কিন্তু সেই অর্থে জনসভায় ভাষণ দেননি প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল সেই জল্পনার অবসান হলো। অবশেষে প্রথম রাজনৈতিক বক্তব্যের জন্য মোদির রাজ্য গুজরাটকেই বেছে নিলেন প্রিয়াঙ্কা। আর প্রথম দিনই কর্মসংস্থান, বেকারত্ব, কৃষক ইস্যু নিয়ে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক। গতকাল গুজরাটের আহমদাবাদে বৈঠকে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। লোকসভা ভোটে রণকৌশল ঠিক করতেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির এ বৈঠক। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মনমোহন সিংহ ছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন বৈঠকে।

বৈঠকের পর সংক্ষিপ্ত ভাষণে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। এরপর আহমদাবাদের একটি জনসভায় যোগ দেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি জোরালো ভাষণ দেন। বলেন, পাঁচ বছর আগে ক্ষমতায় আসার সময় মোদি প্রতিশ্র“তি দিয়েছিলেন কালো টাকা উদ্ধার করে গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া প্রতি বছর ২ কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রিয়াঙ্কা এদিন প্রশ্ন তোলেন, ‘কোথায় গেল সেই ১৫ লাখ টাকার প্রতিশ্রুতি। কেনই বা পাঁচ বছরেও চাকরির প্রতিশ্রুতি পূরণ হলো না?’ মোদি সরকারের বিরুদ্ধে সিবিআই, আরবিআইর মতো প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তোলেন প্রিয়াঙ্কা।  কংগ্রেসসূত্রে খবর, মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের জম্মস্থান এই গুজরাট থেকেই সব জাতির উদ্দেশে কড়া রাজনৈতিক বার্তা দিতে পারে কংগ্রেস। আনন্দ বাজার।

সর্বশেষ খবর