সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পাল্টাপাল্টি স্লোগানে মোদি ও রাহুল

পাল্টাপাল্টি স্লোগানে মোদি ও রাহুল

নরেন্দ্র মোদি - রাহুল গান্ধী

কিছুদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। নিজেদের প্রচারে উঠে পড়ে লেগেছে সব দল। পাঁচ বছর ধরে দায়িত্বে থাকা বিজেপি সরকার তার প্রাথমিক নির্বাচনী স্লোগান নির্ধারণ করেছে। জনগণকে তারা জানাচ্ছে, ‘মোদি আছে তো সব সম্ভব’। ভারত দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চাচ্ছে। এজন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটি দেশ ভারতকে সমর্থন দিয়েছে। কিন্তু চীন এখনো দেয়নি। ভারতের এই ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। সরকারকে ‘দুর্বল’ ও ‘ভীত’ বলে মন্তব্য করেছেন তিনি। তবে রাজনীতির মাঠে কথার শেষ হয় না। কংগ্রেস সভাপতির মন্তব্যের জবাব দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি রাহুলকে ‘অনিশ্চিত নেতা’ বলে মন্তব্য করেন। এদিকে রাফাল নিয়ে রাহুল গান্ধীর ‘চৌকিদারই চোর’ স্লোগানের পাল্টা জবাবে মোদি বলেন, ‘শপথ করুন আপনিও চৌকিদার।’ মোদি এবার প্রচার করছেন, তিনি একা নন। দেশের সবাই চৌকিদার। নিজেকে এত দিন দেশের চৌকিদার বলে প্রচার করে এসেছেন মোদি। তবে এরও পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। তারা বলছে, ‘চৌকিদারি’তে ব্যর্থ হয়ে এখন নিজের দায়িত্ব দেশবাসীর ঘাড়ে তুলে দিতে চাইছেন মোদি।

 রাহুলের অভিযোগ, মোদির ভিতরের অপরাধবোধেই এই নতুন প্রচার। নীরব মোদি, অনিল আম্বানি, বিজয় মাল্যের মতো ঋণখেলাপিদের সঙ্গে মোদির ছবি দিয়ে রাহুলের টুইট, ‘আপনি কি আজ অপরাধবোধে ভুগছেন?’

সর্বশেষ খবর