শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে আপিল শামীমার পরিবারের

নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে আপিল শামীমার পরিবারের

নাগরিকত্ব বাতিলের বিষয়ে আপিল করছে শামীমার পরিবার।

ব্রিটেন ছেড়ে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিয়েছিলেন ব্রিটিশ তরুণী শামিমা বেগম। আইএসে যোগ দেওয়ায় তার নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেয় ব্রিটেন। এ বিষয়ে আপিলের জন্য বৈধ প্রক্রিয়া শুরু করেছে তার পরিবার। এর আগে, মঙ্গলবার ব্রিটেনে বসবাসরত শামীমা বেগমের মায়ের কাছে তার নাগরিকত্ব বাতিলের বিষয়টি চিঠির মাধ্যমে জানায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেনের তরফ থেকে জানানো হয়েছে, ১৮ বছর হওয়ায় শামীমা এখন অন্য দেশের নাগরিকত্ব নিতে পারবেন। ২০১৫ সালে আরও দুই কিশোরীর সঙ্গে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দিয়েছিলেন শামীমা। সম্প্রতি তাকে একটি শরণার্থী শিবিরে পাওয়া যায়। সেখানেই তিনি একটি ছেলে সন্তানের জš§ দেন। কিন্তু শিশুটি কিছুদিন আগে মারা গেছে। তবে ব্রিটেনের এমন সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে। কারণ এই সিদ্ধান্তের কারণে শামীমা বেগম তার আশ্রয় হারাবেন।

এতে তার জীবন ঝুঁকিতে পড়বে এবং একই সঙ্গে তিনি তার পরিবারের সঙ্গে থাকার অধিকারও হারাবেন। বিবিসি

সর্বশেষ খবর