রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
নতুন বইয়ে দাবি

প্রেসিডেন্ট হতে চান ইভানকা

প্রেসিডেন্ট হতে চান ইভানকা

বিস্ফোরক সব তথ্য প্রকাশিত হয়েছে নিউইয়র্কভিত্তিক সাংবাদিক ভিকি ওয়ার্ডের লেখা নতুন বইয়ে। ‘কুশনার ইনকরপোরেশন’ নামের বইয়ে তিনি দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প ভাবেন তিনি হবেন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট। তার প্রতি তার বাবা প্রেসিডেন্ট ট্রাম্পের রয়েছে সবচেয়ে বেশি দুর্বলতা। ইভানকা ও তার স্বামী জারেড কুশনার ক্ষমতার জন্য উদগ্রীব হয়ে আছেন। তাদের যতটা ক্ষমতাবান দেখা যায় তার চেয়ে তাদের ক্ষমতা অনেক বেশি। বইতে এসব দাবি করা হলেও তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে বলেছেন, (বইয়ে) প্রকাশিত এসব তথ্য দুঃখজনক। এ খবর দিয়েছে নিউজিল্যান্ডের অনলাইন নিউজিল্যান্ড হেরাল্ড। এতে বলা হয়েছে, অজ্ঞাত ২২০ জন ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে ওই বইটি লিখেছেন ভিকি ওয়ার্ড। ভিকি তার বইয়ে বাবা ও মেয়েকে নিয়ে নানা বিতর্কিত সম্পর্কের বিষয়েও তুলে  ধরেছেন। নিউজিল্যান্ড হেরাল্ড লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সির সময়ে তার প্রশাসনের মূল কারিগরদের নেপথ্যে বড় ভূমিকা রাখছেন ইভানকা।

 ও তার স্বামী জারেড কুশনার। কিন্তু ভিকি ওয়ার্ডের মতে, তাদের দুজনের কেউই ট্রাম্পের জনপ্রিয় নীতি প্রকৃতপক্ষে শেয়ার করেন না। তারা সময়কে ব্যবহার করছেন নিজেদের আধিপত্যকে বৃদ্ধি করার ক্ষেত্রে এবং শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে নিজেদের উপস্থাপনের চেষ্টা করতে।

সর্বশেষ খবর