রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অন্য খ ব র

শীর্ষ ধনী নারী

শীর্ষ ধনী নারী

মার্কিন সাময়িকী ফোর্বসের ২০১৯ সালের শীষর্ ধনীর তালিকায় ১৫ নম্বরে থাকা ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স নারীদের মধ্যে শীর্ষ ধনীর স্বীকৃতি পেয়েছেন। তার সম্পদের পরিমাণ প্রায় ৫০ বিলিয়ন ডলার। তবে তিনি নিজেই এই অর্থ উপার্জন করেননি। ফরাসি প্রসাধনসামগ্রী লরিয়েলের কর্ণধার তিনি। একই সঙ্গে পারিবারিক হোল্ডিং কোম্পানিরও চেয়ারম্যান তিনি।  লরিয়েলের প্রতিষ্ঠাতা ইউজেন শুয়েলারের নাতনি ফ্রাঁসোয়া বেটেনকোর্ট মেয়ার্স। তিনি লরিয়েলে যোগ দেন ১৯৯৭ সালে। তার মা লিলিয়ান বেটেনকোর্টের মৃত্যুর পর গত বছরই তিনি প্রথম শীর্ষ ধনীর তালিকায় উঠে আসেন। ১৯৮৭ সালে ফোর্বস শীর্ষ ধনীর তালিকা করেছে। তখন থেকেই লিলিয়ান সেই তালিকায় প্রতিবারই ছিলেন। গত বছর কোম্পানির রাজস্ব আয় হয়েছে ৩০ বিলিয়ন ডলার। লরিয়েলের ৩৩ শতাংশের অংশীদার বেটেনকোর্ট মেয়ার্স ও তার পরিবার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর