সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কে জিতবে যাদবপুরে

ভারতে লোকসভা নির্বাচন

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হলো ‘যাদবপুর’। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র আলাদা করে নজর কেড়েছে। বড় চমক দিয়ে রাজ্যের ক্ষমতাসীন এই আসনে দাঁড় করিয়েছে রাজনীতিতে নবাগতা তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। ১৯৭৭ থেকে ১৯৮৪ পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন সাবেক  লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়। কিন্তু ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে সোমনাথের মতো তাবড় সিপিএম নেতাকে পরাজিত করে এই আসন থেকেই সংসদীয় রাজনীতিতে খাতেখড়ি হয়েছিল তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির। ১৯৯১ সালে মমতা যাদবপুর কেন্দ্র থেকে সরে যাওয়ার পর সিপিআইএমেএর মালিনী ভট্টাচার্য, তৃণমূলের কৃষ্ণা বসু, কবীর সুমন এবং সুগত বসুরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এই আসন থেকে জিতেছেন। কেবল লোকসভার ভোটই নয়, এই যাদবপুর লোকসভা কেন্দ্রের অধীনেই রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র-যার একটি হলো যাদবপুর বিধানসভা কেন্দ্র। এখান থেকেই রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও পাঁচ দফায় জিতেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর