সোমবার, ২৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

মোদি কি তখন বিফ বিরানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন?

মজলিসে ইত্তেহাদ নেতা আসাদুদ্দিনের প্রশ্ন

কলকাতা প্রতিনিধি

ভারতের কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যু নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) নেতা আসাদুদ্দিন ওয়েইসি। আসাদুদ্দিনের প্রশ্ন হামলার সময় কি প্রধানমন্ত্রী বিফ বিরানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ থেকে এআইএমআইএম-এর টিকিটে লড়াই করবেন আসাদুদ্দিন। নির্বাচনে দাঁড়ানো নিয়ে তার অভিমত দেশের ধর্মনিরপেক্ষ ও ভ্রাতৃত্বের অবকাঠামো যারা ভাঙতে চাইছে আমার লড়াই তার বিরুদ্ধে। তার আরও অভিমত বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনো পার্থক্য নেই। দুটি দলই মুদ্রার দুই দিক।

শনিবার হায়দরাবাদে একটি জনসভা থেকে আসাদুদ্দিন বলেন ‘পুলওয়ামা হামলার পর পাকিস্তান নিয়ন্ত্রিত বালাকোটে বোম নিক্ষেপ করে ভারতীয় বিমান বাহিনী। এই ঘটনার পর বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন ২৫০ জন জঙ্গি নিহত হয়েছে। আসাদুদ্দিন বলেন ‘আমি প্রধানমন্ত্রী ও রাজনাথ সিং-কে জিজ্ঞাসা করতে চাই যে তারা কি সে সময় বিফ বিরানি খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন।’

সর্বশেষ খবর