বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

দেয়ালের জন্য ট্রাম্পকে ১০০ কোটি ডলার দিল পেন্টাগন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করতে অনড়। তার এই ইচ্ছা পূরণে দরকার বিপুল অর্থ। দেয়ালের অর্থ জোগানে এগিয়ে এসেছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহানকে উদ্ধৃত করে বিবিসি এ খবরটি জানিয়েছে। ট্রাম্প ঘোষিত জরুরি অবস্থার আওতায় এটাই প্রথম তহবিল। ট্রাম্পের এই প্রকল্পের জন্য প্রয়োজন কমপক্ষে ৫৭০ কোটি  ডলার। কিন্তু মার্কিন কংগ্রেস এই অর্থ ছাড়ে রাজি নয়। সে টাকা দিতে সম্মত না হওয়ায় কংগ্রেসের অনুমোদন দেওয়া অস্থায়ী বাজেট বরাদ্দে স্বাক্ষর করেননি ট্রাম্প। সে কারণে ৩৫ দিন অচল হয়ে থাকে মার্কিন কেন্দ্রীয় সরকারের একাংশ। সর্বশেষ অস্থায়ী বাজেটে স্বাক্ষর করে সরকার সচল রাখলেও তাতে দাবিকৃত অর্থ বরাদ্দ না পেয়ে ১৫ ফেব্র“য়ারি জরুরি অবস্থা ঘোষণার পথে হাঁটেন ট্রাম্প। অর্থাৎ সেই অর্থ বিভিন্ন সংস্থায় বরাদ্দ থেকে কেটে নেবেন। পেন্টাগনের ভারপ্রাপ্ত প্রধান প্যাট্রিক শানাহান বলেছেন, দেয়াল নির্মাণে প্রয়োজনীয় অর্থসংস্থানের অংশ হিসেবে তিনি ১০০ কোটি ডলার (এক বিলিয়ন ডলার) অনুমোদন দিয়েছেন।

জরুরি অবস্থার আওতায় মেক্সিকো সীমান্তে দেয়াল গড়তে যাচ্ছেন ট্রাম্প। এই বিশেষ ক্ষমতার অধীনে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ১৮ ফুট উঁচু ৫৭ মাইল দেয়াল প্রতিরক্ষা দফতরকে নির্মাণ করতে বলেছে।

সর্বশেষ খবর