বুধবার, ২৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা
লোকসভা নির্বাচন

বিজেপিতে অভিনেত্রী জয়াপ্রদা

বিজেপিতে অভিনেত্রী জয়াপ্রদা

নির্বাচনের সপ্তাহ দুয়েক আগে বিজেপিতে যোগ দিলেন বলিউড অভিনেত্রী জয়াপ্রদা। গতকাল দিল্লিতে বিজেপির সদর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে জয়াপ্রদাকে দলে স্বাগত জানান বিজেপি নেতা-কর্মীরা। এককালে সমাজবাদী পার্টির (এসপি) হয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন জয়াপ্রদা। তাদের হয়ে প্রচারেও নেমেছেন। বিজেপিতে যোগ দেওয়ার পরই এসপির বিরুদ্ধে উত্তরপ্রদেশে তার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। একটি সূত্র জানিয়েছে সমাজবাদী পার্টিতে দলের নেতা আজম খানের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ তার। এ কারণেই তিনি এই দল ছাড়লেন। আর নির্বাচনে সেই আজম খানের বিরুদ্ধেই উত্তরপ্রদেশের রামপুরে জয়াপ্রদাকে প্রার্থী হতে পারেন। বিজেপিতে যোগদানের পর  দিল্লিতে সাংবাদিকদের জয়াপ্রদা বলেন, ‘আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। সিনেমা হোক বা রাজনীতি, মন দিয়ে কাজ করে এসেছি। কাজের প্রতি জীবন উৎসর্গ করে দিয়েছি। যে সাহসী নেতাদের হাতে গোটা দেশ নিরাপদ বোধ করে, তাদের সঙ্গে কাজ করতে পারছি। এই সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহের কাছে কৃতজ্ঞ আমি।’

 

সর্বশেষ খবর