রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অন্য খবর

কুকুর যখন বিক্রেতা

কুকুর যখন বিক্রেতা

কর্মিহীন দোকান বা রোবটচালিত দোকানের কথা কম  বেশি সবাই হয়তো শুনেছেন। কিন্তু পোষ্য পরিচালনা করছে দোকান। এরকম দৃশ্য কী আগে দেখেছেন? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর সৌজন্যে এ রকমই ঘটনার সাক্ষী থাকল নেট দুনিয়া। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে আলুর  দোকান। সেই দোকানে দোকানদারি করছে একটি কুকুর। তার নাম কেন-কুন। তার বয়স মাত্র তিন বছর। কাউন্টারের ওপরে বসে সে বিক্রি করছে আলু। লোকজন দোকান থেকে আলু কিনে তাকে পয়সা মিটিয়ে চলে যাচ্ছে। কেন-কুনের এই আলুর  দোকান জাপানের হোক্কাইডো দ্বীপে।

তবে এই  দোকানের একটাই সমস্যা।

 দোকানদার কুকুর হওয়ায় টাকা ফেরত দিতে পারে না ।

 সেজন্য দোকানের পাশে  লেখা রয়েছে, ‘আমি কুকুর। তাই টাকা ফেরত দিতে পারব না।’ তাই আলু কেনার অতিরিক্ত টাকা দিয়ে  কেনা হয় কেন-কুনের খাবার। জাপানের এক সংবাদ জানিয়েছে, আলুর দোকান চালানো কেনের কাছে  কোনো খেলা নয়। নিয়মিত এই কাজ করে সে। তার পর সন্ধ্যাবেলায় মালিকের সঙ্গে হেঁটে বাড়ি ফিরে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর