সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

আমেথির সঙ্গে ওয়েনাড থেকেও লড়বেন রাহুল

লোকসভা নির্বাচন

আমেথির সঙ্গে ওয়েনাড থেকেও লড়বেন রাহুল

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে একটি নয়, বরং দুইটি আসন থেকে প্রতিদ্বন্দ্বি^তা করছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গতকাল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, পারিবারিক শক্ত ঘাঁটি বলে বিবেচিত আমেথি আসনের পাশাপাশি এবার কেরালার ওয়েনাড আসন থেকেও লড়বেন তিনি। এ নিয়ে প্রথমবারের মতো দুইটি আসনে প্রতিদ্বন্দ্বি^তা করতে যাচ্ছেন রাহুল। কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে উমেন চান্ডি গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন রাহুলকে কংগ্রেসের শক্ত ঘাঁটি ওয়েনাড থেকে প্রতিদ্বন্দ্বি^তা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর গতকাল বিষয়টি নিশ্চিত করেন কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি। তবে কেরালার ওয়েনাড কেন্দ্র থেকে রাহুলকে প্রার্থী করায় কংগ্রেসের উপর ক্ষুব্ধ বাম ব্রিগেড। এই কেন্দ্রে রাহুলের লড়াই বাম জোট লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)-এর প্রার্থীর সঙ্গেই। কংগ্রেসের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সিপিএম নেতা এবং পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট। শুধু বিরোধিতাই নয়, রাহুলকে হারাতে বামেরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রকাশ কারাট। রাহুল গান্ধী কেরালা থেকে নির্বাচন করবেন কি না, তা নিয়ে এক সপ্তাহ ধরে এই জল্পনায় মুখর ছিল রাজনীতি। কেরালা কংগ্রেস নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমেন চ ী ও বিধানসভার বিরোধী নেতা রমেশ চেন্নিথালা এই সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তারা বলেছিলেন, রাজ্য নেতৃত্ব সর্বসম্মতভাবে এই প্রস্তাব করেছে। ওই সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা সাংবাদিকদের বলেছিলেন, কেরালার কংগ্রেস কর্মীরা রাহুলকে ওই রাজ্য থেকে দাঁড়ানোর অনুরোধ করেছেন। ওঁদের ভালোবাসায় কেন্দ্রীয় নেতৃত্ব অভিভূত। কংগ্রেস সভাপতিই ঠিক করবেন, কোন সিদ্ধান্ত তিনি নেবেন। আর দিন কয়েক আগে এক প্রশ্নের জবাবে রাহুল বলেছিলেন, আমেথি তার কর্মভূমি; কর্মভূমিই থাকবে। অমিত শাহর তীর্যক মন্তব্য : রাহুলের সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করে এরই মধ্যে বক্তব্য দিতে শুরু করেছে বিজেপি শিবির। রাহুল আমেথি আসন থেকে ‘পালিয়েছেন’ বলে তাকে নিয়ে উপহাস করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, বিগত সময়ে রাহুল গান্ধী ও তার দল কি কাজ করেছেন এর হিসাব চাইবেন আমেথির ভোটাররা। এ জন্যই তিনি আমেথি থেকে ‘পালিয়ে’ কেরালা চলে গেছেন। গতকাল উত্তর প্রদেশে প্রথম নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। এই প্রদেশে ভোট হবে ১১ এপ্রিল। এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে এ রাজ্যের আটটি আসনের সব কয়টিতেই জিতেছিল বিজেপি। আর বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেছেন, ‘আমেথিতে হেরে যাবেন, সেটা জানেন বলেই একটা ভয় থেকেই কেরালার ওয়েনাড লোকসভা আসন থেকেও দাঁড়াচ্ছেন রাহুল গান্ধী।’ এ ব্যাপারে কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সিং সুরজেওয়ালার কাছে জানতে চাওয়া হয়। বলা হয়, এবার আমেথির আসনে জেতার ব্যাপারে রাহুল গান্ধী আত্মবিশ্বাসী নন কিনা। জবাবে কংগ্রেস মুখপাত্র সুরজেওয়ালা পাল্টা প্রশ্ন করেন। বলেন, ‘মোদি কেন গুজরাট ছেড়ে বারানাসি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন? তিনি কি গুজরাট নিয়ে আত্মবিশ্বাসী নন? এগুলো হলো অপরিণত ও শিশুসুলভ মন্তব্য।’ স্মৃতি ইরানি এবার তার হারের হ্যাটট্রিক করবেন বলেও দাবি করেছেন সুরৃজওয়ালা। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

সর্বশেষ খবর