সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সরকারপ্রধানদের কাছে জুকাবার্গ বার্তা

সরকারপ্রধানদের কাছে  জুকাবার্গ বার্তা

সব সামাজিক মাধ্যমকে একই নীতিমালা মেনে চলার জন্য নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ। ফেসবুক প্রতিষ্ঠাতা বলেছেন, ইন্টারনেটের কন্টেন্ট নিয়ন্ত্রণে সরকার এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষগুলোর আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক লেখায় ফেসবুকের প্রধান দাবি করেন, ক্ষতিকর কন্টেন্ট যাচাই-বাছাই করার দায়িত্ব শুধু প্রযুক্তি সংস্থাগুলোর কাছে থাকা তাদের জন্য অতিরিক্ত চাপ তৈরি করবে। জাকারবার্গ চারটি ক্ষেত্রে নতুন আইনের দাবি জানান, ক্ষতিকর কন্টেন্ট, নির্বাচনের বিশুদ্ধতা, গোপনীয়তা এবং তথ্যের বহনযোগ্যতা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ভিডিও বন্দুকধারী লাইভ স্ট্রিম করার দুই সপ্তাহ পর এই বক্তব্য এলো।

জুকারবার্গ লিখছেন ফেসবুক ‘একটি স্বাধীন কর্তৃপক্ষ গঠন করছে যেন মানুষ আমাদের সিদ্ধান্তের (কী পোস্ট করা হচ্ছে এবং কোন পোস্ট সরিয়ে নেওয়া হচ্ছে) বিরুদ্ধে আবেদন করতে পারে।’ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্যও এই সংক্রান্ত নতুন আইন যেন বাস্তবায়ন করা হয় সে বিষয়েও জোর দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর