সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৭ বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৭ যুদ্ধবিমান রাজস্থানে বিধ্বস্ত হয়েছে। গতকাল সকালে রাজ্যটির সিরোহি এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি। বিমানটির পাইলট প্যারাশুট যোগে নিরাপদে অবতরণ করেছেন। মিগ-২৭ ইউপিজি বিমানটি ‘নিয়মিত মিশনে’ রাজস্থানের বারমারের উত্তরলাই বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে যোধপুর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে সিরোহির শেওগঞ্জের কাছে গোদানাতে বিমানটি বিধ্বস্ত হয়। ইঞ্জিনের গোলযোগের কারণে বিমানটি বিধ্বস্ত হয় বলে খবর। প্রাথমিক প্রতিবেদনে বিমান বিধ্বস্তের কারণে ভূমিতে কেউ হতাহত বা কোনো সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি বলে ইঙ্গিত পাওয়া গেছে। ১৯৮০-র দশকের প্রথমদিকে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এ যুদ্ধবিমানগুলো কিনেছিল ভারত। গত মাসে রাজস্থানের জয়সলমিরে ভারতীয় বিমান বাহিনীর আরেকটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল।

সর্বশেষ খবর