সোমবার, ১ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বেজোসের ফোনে আড়ি সৌদির

যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের ফোনে আড়ি পেতেছিল সৌদি আরব। এই কথা জানিয়েছেন বেজোসের নিরাপত্তা উপদেষ্টা গেভিন ডে বেকার।  গেভিন বলেন, বেজোস ও টেলিভিশনের সাবেক উপস্থাপক লরেন সানচেজের গোপন টেক্সট মেসেজসংক্রান্ত খবর জানুয়ারি মাসে ফাঁস হয়। ট্যাবলয়েড পত্রিকা ন্যাশনাল এনকোয়ারারে ফাঁস করা ওই খবরে বলা হয়, লরেনের সঙ্গে বেজোসের প্রেমের সম্পর্ক রয়েছে। বেকার অ্যামাজন প্রধানের ফোনে আড়ি পাতার এই ঘটনাটির সঙ্গে সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যা নিয়ে মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটনে পোস্টে প্রকাশিত সংবাদের সম্পর্ক আছে বলে জানিয়েছেন। ওয়াশিংটন পোস্টের মালিক হলেন জেফ বেজোস। বেজোসের ব্যক্তিগত তদন্ত কর্মকর্তা ফোনে আড়ি পাতা সংক্রান্ত যেসব তথ্য পেয়েছে তার সবই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। তবে অ্যামাজনের এমন দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি সৌদি আরব। গ্যাভিন লিখেছেন, ‘বেজোসের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে সৌদি দলটি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর