মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

সেনা সমর্থনের অপেক্ষায় ভেনেজুয়েলার গুইদো

সেনা সমর্থনের অপেক্ষায় ভেনেজুয়েলার গুইদো

ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদো স্বীকার করেছেন, সশস্ত্র বাহিনীর সমর্থন ছাড়া দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাত করা যাবে না। তিনি বলেছেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনে সেনাবাহিনীর সমর্থন প্রয়োজন। সরকার সমর্থক সশস্ত্র মিলিশিয়াদের হাত থেকে বিক্ষোভকারীদের রক্ষায় তাদের সমর্থন প্রয়োজন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। গত জানুয়ারিতে গুইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্র্র্বর্তী নেতা হিসেবে ঘোষণা করেন। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার প্রায় ৯০ শতাংশ মানুষ তাকে সমর্থন করছেন। গুইদোকে সমর্থ জানায় যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে দেশটির সেনাবাহিনীর প্রধান এখন পর্যন্ত ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি অনুগত রয়েছেন। রবিবার ভেনেজুয়েলা কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যুৎ স্বল্পতার কারণে তারা কর্মঘণ্টা কমিয়ে আনছেন এবং স্কুল বন্ধ রাখা হচ্ছে। বিবিসিকে গুইদো বলেন, বারবার বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও পানির স্বল্পতার কারণে হাসপাতাল, গণপরিবহনসহ বিভিন্ন সেবা বাধাগ্রস্ত হচ্ছে। তবে সরকারের দাবি, মাদুরোকে উৎখাত করতেই ষড়যন্ত্র করে বিদ্যুতের ব্ল্যাকআউট পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর