মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রবল ঝড়ে নেপালে ২৯ জনের প্রাণহানি

নেপালে প্রচণ্ড ঝড়ে কমপক্ষে ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছয় শতাধিক মানুষ। দক্ষিণাঞ্চলীয় বারা ও পারসা জেলায় গত রবিবার রাতে প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের কারণে এই হতাহতের ঘটনা ঘটে।

নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস হতাহতের এ সংখ্যা জানিয়েছে। গতকাল দুর্যোগকবলিত গ্রামগুলোতে পৌঁছাতে হিমশিম খান উদ্ধারকারীরা। বারা এলাকার পুলিশ সুপার সনুরাম ভট্টারাই ও পারসার পুলিশ সুপার রেওয়াতি ধাকাল জানিয়েছেন,   ঝড়-বৃষ্টির কারণে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত   হওয়া গেছে। এরমধ্যে বারা  এলাকায় মারা গেছেন ২৮ জন এবং পারসা এলাকায় ১ জন।

সর্বশেষ খবর