মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রাণদণ্ড এড়ালেন ভিয়েতনামি নারী

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং নামের হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ভিয়েতনামী নারী প্রাণদণ্ড এড়াতে পেরেছেন। গতকাল মালয়েশিয়ার কৌঁসুলিরা তার বিরুদ্ধে আনা খুনের অভিযোগ তুলে নেওয়াতে প্রাণদণ্ড এড়াতে পেরেছেন। খুনের অভিযোগ তুলে নিয়ে ডোয়ান থি হুয়াংয়ের (৩০) বিরুদ্ধে ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে। বিচারক তাকে তিন বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন। তবে হুয়াংয়ের আইনজীবী জানিয়েছেন, আগামী মাসেই তিনি মুক্ত হতে পারেন। ২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে হুয়াং ও ইন্দোনেশীয় নারী সিতি আইশা জং নামের মুখে প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র ভিএক্স বিষ মেখে দিয়েছিলেন।

সর্বশেষ খবর