মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

প্রাণ গেল ৩০ দমকলকর্মীর

চীনে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে ৩০ দমকলকর্মীর মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। গতকাল দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন। সিচুয়ানের ওই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৭০০ দমকলকর্মীকে মোতায়েন করা হয়। মুলি অঞ্চলে ৪ হাজার মিটার পর্যন্ত ওই দাবানল

বিস্তৃত ছিল। এক উইবো বার্তায় মন্ত্রণালয় জানায়, তারা নিখোঁজ ৩০ দমকলকর্মীর মরদেহ উদ্ধার করেছে। রবিবার বিকালে হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ওই দমকলকর্মীদের সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাদের। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রবিবার শানসি প্রদেশে দুই দিনব্যাপী প্রভাব বিস্তার করা আরেকটি দাবানল নিয়ন্ত্রণে আনে চীন।

 ওই আগুন থেকে বাঁচাতে ৯ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। প্রায় ৩ হাজার দমকলকর্মী ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর