বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ব্রেক্সিট সংকটে করবিনের দ্বারস্থ মে

ব্রেক্সিট সংকটে করবিনের দ্বারস্থ মে

ব্রিটিশ পার্লামেন্টের ‘অচলাবস্থা কাটাতে’ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে ব্রেক্সিটের চূড়ান্ত সময়সীমা আরও বাড়ানোর অনুরোধ জানাতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেসা মে। ইইউয়ের সঙ্গে একটি বিচ্ছেদ চুক্তির বিষয়ে বিরোধী লেবার দলীয় নেতা জেরেমি করবিনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে ব্রেক্সিট পেছানোর অনুরোধ জানাতে পারেন বলে মঙ্গলবার জানিয়েছেন তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ এপ্রিল  ব্রেক্সিট কার্যকরের বাধ্যবাধকতা রয়েছে। তবে কোনো পরিষ্কার পরিকল্পনা ছাড়া সময় বাড়ানোর ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘এই সময়সীমা কেন বৃদ্ধি করা হবে, সে বিষয়ে আমাদের পরিষ্কার হতে হবে, যাতে আমরা নির্দিষ্ট সময় এবং একটি নিয়মের মধ্য দিয়ে বেরিয়ে আসতে পারি।’   

স্বাগত জানিয়েছেন করবিন: মের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। তিনি আগ্রহ নিয়েই মের সঙ্গে আলোচনা করবেন বলে উল্লেখ করেন। যদিও সমালোচনা করে তিনি বলেন, এখন পর্যন্ত মে সমঝোতার তেমন কোনো লক্ষণ দেখাননি। লেবার পার্টি প্রধান বলেন, ইইউর সঙ্গে অবশ্যই চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে হবে যাতে ব্রিটেনের জনগণ বিপর্যয়ে না পড়ে।

সর্বশেষ খবর