বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

গণবিক্ষোভের মুখে পদত্যাগ আলজেরিয়ার প্রেসিডেন্টের

টানা গণবিক্ষোভের মুখে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফলিকা পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে তার পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। গত ২০ বছর ধরে আলজেরিয়ার  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশটির শক্তিশালী সেনাবাহিনী ৮২ বছর বয়সী আবদেল আজিজকে তার দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করেছে। অসুস্থ এই প্রেসিডেন্ট ছয় বছর আগে স্ট্রোক করেছিলেন। তখন থেকে তাকে খুব কম সময়ই জনসম্মুখে দেখা যায়। বিবিসি বলছে, প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা আসার পর রাজধানী আলজিয়ার্সে দেশটির নাগরিকরা উল্লাস করেন; রাস্তায় নেমে আসেন শত শত মানুষ। সেলমাউয়ি সিদ্দিক নামের এক আলজেরীয় বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমাদের এখন ১০০ ভাগ গণতান্ত্রিক যাত্রা শুরু হবে; এটা খুবই গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর