বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

ভারতের ক্ষেপণাস্ত্র এক মাস আগে ব্যর্থ হয়েছিল

মহাশূন্যে ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে একটি ক্রিয়াশীল উপগ্রহকে ধ্বংস করার একমাস আগেও ভারতের একই রকমের আরেকটি পরীক্ষা ব্যর্থ হয়েছিল বলে দাবি করেছেন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের এক বিশেষজ্ঞ। নির্বাচনী প্রচারণার মাঝামাঝি সময়ে গত ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিভিশনে দেওয়া ভাষণে মহাকাশের নিচের দিকের কক্ষপথে উপগ্রহবিধ্বংসী  ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন। এর আগে ১২ ফেব্রুয়ারিতেও ভারত একই রকম একটি পরীক্ষা চালিয়ে ব্যর্থ হয়েছিল বলে মার্কিন সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ডিপ্লোম্যাট ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে দাবি করেছেন বিশেষজ্ঞ অঙ্কিত পান্ডা। সেবার ভারতীয় ক্ষেপণাস্ত্র পৃথিবী থেকে কম দূরত্বের কক্ষপথে ৩০  সেকেন্ড ওড়ার পরও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছিল বলে জানিয়েছেন তিনি। পরীক্ষাটি ব্যর্থ হলেও ভারত যুক্তরাষ্ট্রকে এ সংক্রান্ত ‘ভুয়া সফলতার তথ্য’ জানিয়েছিল বলেও মন্তব্য এ বিশেষজ্ঞের।

সর্বশেষ খবর