শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
লোকসভা নির্বাচন ২০১৯

বিজেপির বিরাট ভাগ্য হলে ১৪১ আসনে জিতবে : মমতা

পশ্চিমবঙ্গে কোনোভাবেই এনআরসি চালু করতে দেওয়া হবে না

দীপক দেবনাথ, কলকাতা

বিজেপির বিরাট ভাগ্য হলে ১৪১ আসনে জিতবে : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আসন্ন লোকসভা (সংসদ) নির্বাচনে বিজেপি ৫৪৩ আসনের মধ্যে ১৪১ আসনে জিতলেও সেটা ওদের অনেক বড় ভাগ্য। তিনি গতকাল কোচবিহার জেলার মাথাভাঙায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তৃতা করছিলেন। বিজেপি এবারও কেন্দ্রে সরকার গঠন করবে- দলটির এই দাবি খণ্ডন করে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন ‘মোদিবাবুকে দিয়ে যতই চেষ্টা করা হোক... ওর এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে। ওই ওষুধ আর কাজে লাগবে না। কী করে জিতবে? উত্তরপ্রদেশে গত নির্বাচনে ৮০টার মধ্যে ৭৩টা পেয়েছিল কিন্তু এবার সর্বোচ্চ ২৫টা পাবে। অর্থাৎ এক ধাক্কায় অর্ধশতাধিক আসন কমে গেল। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় মিলিয়ে গত নির্বাচনে ৬০টি ছিল এবার খুব বেশি হলেও ৩০টা পাবে। দক্ষিণ ভারত, গুজরাট, অন্দ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়–, উড়িষ্যা, বাংলা-সব মিলিয়ে ১৯১টা আসনের মধ্যে ভালো সময়ে তারা ২১ আসন পেয়েছিল আর এবার যদি ২৫টাও পায় সরকার গঠন করতে পারবে? অতএব গোটা দেশে ১৪১টা আসন পেলেও ভাববেন যে ওদের অনেক বড় ভাগ্য।’ মমতা ব্যানার্জি বলেন, ‘৭০ বছরের ছিটমহল সমস্যার সমাধান আমরাই করে দিয়েছি। অন্য সরকার করেনি-না করেছে কংগ্রেস সরকার, না করেছে সিপিআইএম সরকার, না করেছে বিজেপি সরকার। আর এক্সপায়ারি প্রধানমন্ত্রী মোদিবাবুকে জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জি না থাকলে ওই ছিটমহল সমাধান থোড়াই হতো! এটা পশ্চিমবঙ্গ সরকার করেছে বাংলাদেশের সঙ্গে...কারণ বাংলা ভারতের একটা অংশ...তাই একসঙ্গে করেছি। ওদের উন্নয়নের জন্য ১১০০ কোটি রুপি দিয়েছি। জমির অধিকার দেওয়া হয়েছে।’ জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়েও এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন মমতা। তার স্পষ্ট জবাব এ রাজ্যে কোনোভাবেই এনআরসি চালু করতে দেওয়া হবে না। মমতা বলেন, ‘এনআরসির নাম করে ২২ লাখ হিন্দু বাঙালি ও ২৩ লাখ মুসলিমদের নাম বাদ দিয়েছে। আবার গর্ব করে তারা বলছে বাংলায় বিজেপি জিতলে এখান থেকেও সবাইকে তাড়িয়ে দেওয়া হবে। আমরা বলছি গতবার দুটি আসন ছিল, এবার একটা আসনও পাবে না। বাংলায় এনআরসি কোনো দিনই করতে দেব না।’

সর্বশেষ খবর