শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

মসজিদে হামলাকারীর বিরুদ্ধে ৮৯টি অভিযোগ আনছে পুলিশ

মসজিদে হামলাকারীর বিরুদ্ধে ৮৯টি অভিযোগ আনছে পুলিশ

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচার হামলার দায়ে ‘শ্বেতাঙ্গ আধিপত্যবাদী’ ব্রেন্টন ট্যারান্টের বিরুদ্ধে ৮৯টি অভিযোগ আনছে নিউজিল্যান্ডের পুলিশ। আজ আদালতে হাজির করা হবে তাকে। সেখানে তার বিরুদ্ধে হত্যাকাে র দায়ে ৫০টি আর হত্যা প্রচেষ্টার দায়ে ৩৯টি অভিযোগ আনা হবে। পরবর্তীতে ট্যারান্টের বিরুদ্ধে আরও অভিযোগ আনার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র। গত ১৫ মার্চ ২৮ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। তাতে ৫০ জন মুসল্লি নিহত হন। উগ্র মুসলিমবিদ্বেষী এ হামলাকারী এর আগে অনলাইনে ১৬ হাজার ৫০০ শব্দের কথিত এক ইশতেহারে নৃশংস এ হামলার পেছনে নিজের অবস্থান তুলে ধরেন। এতে নিউজিল্যান্ডের ইতিহাসের নৃশংস ওই খুনি দাবি করেন, শ্বেতাঙ্গরা গণহত্যার শিকার। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ ছড়িয়ে দেওয়ার আগ্রহের কথাও জানায় তিনি। ওই হত্যাকাে র পরদিন ট্যারান্টের বিরুদ্ধে একটি অভিযোগ এনে তাকে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট আদালতে হাজির করা হয়েছিল। সে সময় তার বিরুদ্ধে একটি খুনের অভিযোগ এনে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই রিমান্ডে নিয়েছিল পুলিশ। আজ স্থানীয় সময় দুপুর ১টায় ভিডিও লিংকের মাধ্যমে ট্যারান্টকে ক্রাইস্টচার্চ হাই কোর্টে হাজির করার কথা রয়েছে। ঘটনার ভয়াবহতা বিবেচনায় নিয়ে এবার তাকে হাই কোর্টে নেওয়া হচ্ছে। দ্বিতীয়বারের মতো তাকে আদালতে হাজির করা হলেও ২৮ বছর বয়সী ট্যারান্ট এবারও আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন না। আজ আদালতে কেবল হামলাকারীর আইনি প্রতিনিধিত্ব নিয়ে সংক্ষিপ্ত শুনানি হবে বলে জানিয়েছেন বিচারক ক্যামেরন ম্যান্ডার। এর আগে আদালতে তার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হলেও নিজেই মামলা লড়ার কথা জানিয়েছেন ট্যারান্ট। শ্বেতাঙ্গ জাতীয়তাবাদকে আবারও সামনে আনতে তার এমন পরিকল্পনা বলে ধারণা করা হচ্ছে। ট্যারান্ট বর্তমানে কোন কারাগারে বন্দী আছেন, তা নিয়ে সুস্পষ্ট কোনো তথ্য দেননি নিউজিল্যান্ডের কারা কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, বর্তমানে  টেলিভিশন দেখা, রেডিও শোনা এবং কারও সঙ্গে  দেখা করার সুযোগ পাচ্ছের না তিনি। এদিকে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গ্রেফতারের পর থেকে তাকে অকল্যান্ডের হাই সিকিউরিটি কারাগারে রাখা হয়েছে। ক্রাইস্টচার্চ হামলায় আহত ২৪ জন এখনো হাসপাতালে আছেন।

সর্বশেষ খবর