শনিবার, ৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দ. কোরিয়ায় দাবানলে জরুরি অবস্থা

দ. কোরিয়ায় দাবানলে জরুরি অবস্থা

দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় গ্যাংওন প্রদেশে বৃহস্পতিবার ভয়াবহ দাবানল শুরু হয়েছে। এই আগুন দ্রুত সকচো ও গ্যাংনিউং শহরে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে গতকাল দমকল ও সেনাবাহিনীর হাজারো সদস্যকে কাজ করতে  দেখা যায়। দাবানলে এর মধ্যে একজন মারা গেছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে চার হাজার মানুষ। ইন্টারনেট সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার সকালের মধ্যে প্রায় ৫২৫ হেক্টর এলাকায় থাকা ১৯৮টি ঘরবাড়ি, গুদাম ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। সকালে ২ হাজারের বেশি নাগরিককে ব্যায়ামাগার ও বিদ্যালয় ভবনে সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে অন্তত ৪ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে।

সর্বশেষ খবর