রবিবার, ৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

দিল্লিতে বিজেপি ঠেকাতে কংগ্রেস আম আদমি পার্টির জোট!

দিল্লিতে বিজেপি ঠেকাতে কংগ্রেস আম আদমি পার্টির জোট!

ভারতে বাজছে ভোটযুদ্ধের ডামাডোল। আর মাত্র কয়েকদিন পরই লোকসভা নির্বাচন। দিল্লির মসনদে কে বসবে- এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে দিল্লিতে বিজেপি ঠেকাতে লোকসভা নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে পুরনো প্রতিপক্ষ আম আদমি পার্টির (এএপি) সঙ্গে জোট গঠন চূড়ান্ত করেছে কংগ্রেস। এএপি নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে রাহুল গান্ধীর হাত মেলানো নিয়ে দীর্ঘদিন ধরেই যে জল্পনা চলছিল তা শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দিল্লির ৭টি লোকসভা আসনের ৪টিতে প্রার্থী দেবে আম আদমি পার্টি আর বাকি ৩টিতে কংগ্রেস। যদিও শুক্রবার দুপুর পর্যন্ত এএপি কিংবা কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দিল্লিতে জোট গঠন প্রসঙ্গে কিছু বলা হয়নি। কংগ্রেস নেতা পি সি চাকো জানান, রাহুল গান্ধী পুনেতে জনসভা শেষে দিল্লি ফেরার পরই জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তা ছাড়া হরিয়ানা রাজ্যেও দিল্লির ক্ষমতাসীন দল এএপি ও কংগ্রেসের জোট গঠন হবে বলে জানান তিনি। তবে পাঞ্জাবে জোট হবে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি ও নয়াদিল্লি আসনে প্রার্থী দেবে কেজরিওয়ালের আম আদমি পার্টি।

সর্বশেষ খবর