সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বাংলাই এবার ভারতের সরকার গঠনে ভূমিকা রাখবে : মমতা

বাংলাই এবার ভারতের সরকার গঠনে ভূমিকা রাখবে : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপি একটি আসন পাবে না পশ্চিমবঙ্গে। সর্বভারতে ক্ষমতাসীনদের আসন একশোও ছাড়াবে না। আর বাংলার ৪২টি আসন নিয়ে বাংলাই এবার ভারতের সরকার গঠনে থাকবে ভূমিকা।

লোকসভা নির্বাচনের আগে কলকাতাভিত্তিক একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

মমতা বলেন, ‘এবার সরকার গড়বে বাংলা। বাংলা স্বাধীনতার মাটি, পথ দেখানোর মাটি। বাংলাই পথ  দেখাবে। বাংলার ৪২টি আসন নিয়ে ভারতে সরকার গঠন করবে। একটাও পাবে না বিজেপি। ছিল ২টা।  কোথা থেকে পাবে ১০টা। ওদের যতই নম্বর দিন, মানুষ ওদের নম্বর জিরো করবে। মানুষের মুখচোখ  দেখে বুঝতে পারছি, কী হতে চলেছে।’

মমতা আরও বলেন, বিজেপি ক্ষমতায় আসবে না। একশোই পার করবে না। গো-হারা হারবে। মোদির  চেয়ার টলমল। হিন্দু-মুসলিম-শিখ-খ্রিষ্টান বলবে এবার মোদির বিদায়।

দিল্লিতে সরকার গঠনে ভূমিকা রাখলেও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন না মমতা। তিনি বলেন, ‘আমি বাংলায় কাজ করে সন্তুষ্ট। এই কাজটাই করে যাব। বাংলা ভারতের কেন্দ্রবিন্দু হবে এটাই চাই।’

সর্বশেষ খবর