সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কেরালায় মুসলিম লীগের পতাকা নিয়ে বিতর্ক

দক্ষিণ ভারতের কেরালায় একটি স্বীকৃত রাজনৈতিক দল হলো ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)। সত্তর বছরেরও বেশি পুরনো এই রাজনৈতিক দলটি ভারতের পার্লামেন্টে প্রায় সব সময় একাধিক এমপি-ও পাঠিয়ে এসেছে। এই দলটির পতাকার রং সবুজ- যার মধ্যে এক কোণায় সাদায় চাঁদ-তারা আঁকা থাকে।  কেরালার মুসলিম লীগের এই পতাকা নিয়ে আচমকাই ভারতে বিরাট তোলপাড় শুরু হয়ে গেছে। বিবিসি

সম্প্রতি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন কেরালার ওয়েনাড আসন থেকে মনোনয়নপত্র দাখিল করতে গিয়েছিলেন, তখন তার মিছিলে ছিল মুসলিম লীগের ওই পতাকার ছড়াছড়ি। ওয়েনাড সেটা হয়তো খুব স্বাভাবিক, কারণ বহু বছর ধরেই কেরালায় আইইউএমএল হলো কংগ্রেসের জোটসঙ্গী- একই জোটের অংশ হিসেবে তারা বহু বছর রাজ্যের ক্ষমতায়ও থেকেছে। কিন্তু কংগ্রেস সভাপতির রাজনৈতিক শোভাযাত্রায় কেন চাঁদ-তারা খচিত সবুজ পতাকা থাকবে, এই প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে দিয়েছেন বিজেপি সমর্থকরা। প্রশ্নও তোলা হচ্ছে যে, পাকিস্তানের জাতীয় পতাকার সঙ্গে সাদৃশ্য আছে, এমন একটি পতাকা ভারতের  কোনো রাজনৈতিক দল আদৌ কেন ব্যবহার করবে? বিজেপির অন্যতম শীর্ষনেতা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী  যোগী আদিত্যনাথ জনসভায় বলেছেন, ‘রাহুল গান্ধীর মিছিলে ভারতের তেরঙা পতাকা নেই, কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাত নেই- শুধু আছে মুসলিম লীগের চাঁদ-তারাওলা সবুজ পতাকা- এটা  কেমন কথা?’

সর্বশেষ খবর