সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানে বন্দী ৩৬০ ভারতীয় জেলের মুক্তি

আরব সাগরে পাকিস্তানের জলসীমায় ‘অবৈধভাবে’ মাছ ধরার জেরে আটক প্রথম দলের ৩৬০  জেলেকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে  দেশটির কর্তৃপক্ষ। গতকাল দেশটির কারা কর্মকর্তা মুনির আহমেদ সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সোমবার (৮ এপ্রিল) ওয়াগা সীমান্ত দিয়ে ১০০ জন কারাবন্দীকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তবে এর আগেই তাদের পুলিশি পাহারায় ট্রেনে লাহোরে নিয়ে যাওয়া হবে। আটক বাকি  জেলেদের এ মাসেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারত ও পাকিস্তানের সমুদ্র উপকূলীয় সংস্থাগুলো প্রায়ই একে অপরের জেলেদের আটক করে থাকে।

সর্বশেষ খবর